চার রঙে ফুটিয়াছে ফুল কুরেশের বাগিচাতে
যে পাইল ফুলের গন্ধ, অমর হইল ধরাতে।।
আব্দুল্লারই ঔরসেতে পাইল বিবি আমেনায়
তিনশ নারীর মৃত্যু হইল, সে ফুল পাইবার আশায়
দিল ফুল বিধাতায়, আমিনারই গর্ভেতে।।
জন্ম নিয়া মায়ের স্তনে, মুখ দিলা না নুরীতন
ইয়া হাবলী উম্মতি বলে, সজিদায় পড়েন তখন
কান্দিয়া ভিজাইলেন বদন, উম্মতকে উদ্ধারিতে।।
ইসলাম ধর্ম করলেন জারি, পেটে পাথর বান্ধিয়া
ছাগল চড়াইতেন নবি, খোদেজার বাড়ি গিয়া
কয় দুর্বিন শাহ পায় খোদেজা, সব দিয়া চরণেতে।।
Leave a Reply