বন্ধু যদি হইত বাতাস
সর্বদায় লাগিত অঙ্গে, পুরিত মনের বিলাস ।।
হইত যদি সোনা রূপা, বানাই কর্ণচাঁপা গো
কানে দিয়া সোনার গয়না, সুখে থাকতাম বারমাস ।।
হইত যদি আধা রাত্রি, আমি হইতাম মোমের বাতি গো
ধরিয়া উজ্জল জ্যোতি , আঁধারে করতাম প্রকাশ ।।
বন্ধু যদি হইত কবর, দুর্বিন শাহ বান্ধিত ঘর গো
বন্ধু যদি হইত কাফন, আমি হইতাম মরা লাশ ।।
Leave a Reply