কোথা হতে এলো টেডি জমানা
ছেলে মেয়ে নারী পুরুষ টেডি ছাড়া দেখি না।।
গরিবের দুই একটা ছেলে স্কুলে পড়িতে দিলে
সিক্স সেভেন পাশ করিলে স্কুলে যাইতে চায় না
ছেলে পাইল টেডি সেন্ট, কিনতে চায় কোট আর প্যান্ট
হতে চায় টেডি জেন্টুলম্যান, না হইলে আর চলে না।।
কোথা হতে এলো টেডি জমানা…
Leave a Reply