রাই জাগো রাই জাগো শুক-সারি বলে
কত নিদ্রা যাও গ রাধে শ্যাম নাগরের কোলে
শুক্ সারির রব শুনি জাগিল রাই বিনোদিনী
আপনি জাগিয়া রাই কানুরে জাগাইলে।
নিদ্রার আবেশে রাধে ঢুলু ঢুলু করে
হেলিয়া ঢলিয়া পড়ে শ্যাম নাগরের কোলে
শুক্ বলে ওগো সারি কি কার্য করিলে
তমালে কনকলতা কেন ছাড়াইলে।
——————
লোকগীতি ।। প্রভাতী ।।
শিল্পী/সংগ্রহ–অমর পাল
Amitava Dey
Excellent
Anekbar sunlam