https://www.youtube.com/watch?v=5JSzWszIVNI
বৃন্দাবনে রাধা বিনে সঙ্গের সাথী নাই আমার,
শ্যামের বাঁশি রে রাধা বলে ডাকো একটি বার।।
ডাকো বাঁশি রাধা রাধা,
আমি যে তার প্রেমে বাঁধা,
পান করিবো প্রেমসুধা,
রাধা আমার গলার হার।।
মান করিল রাই শ্রীমতী,
করেছি কত মিনতি,
রাধার সাথে কী পিরীতি
জানে শুধু মন আমার।।
রাধার প্রেমে সঁপিয়া মন,
ঘুরছি আজও এই বৃন্দাবন,
হোসেনে কয় রাধা কি ধন,
জানে হারিয়ে যায় যার।।
————-
শিল্পী :- ওস্তাদ বাউল এম. হোসেন
কথা ও সুর :- ওস্তাদ বাউল এম.হোসেন
Leave a Reply