আরে ও আষাঢ়িয়া পানি
কার্তিক মাসে থাকবে না তোর সাধের জোয়ানি।
ঘাটে ঘাটে বান্ধা আছে সুন্দর তরণী
সুন্দর বউ আসে ঘাটে শুনে খলখলানি।
শ্রাবণ সংক্রান্তি মাসে লাগে নাও দৌড়ানি
লাছাইতে লাছাইতে ভাঙে সুন্দর নাওখানি।
কেউ হারে কেউ জিতে কেউ খায় মুণ্ডা-চিনি
কেউর নাও যায় ভাঙিয়া কেউর মাথা ঘুরানি।
মনউল্লাসে কতজনায় নাও দিয়া যায় বেড়ানি
উকিলের ভাঙা নাও, সেচিলেও না ফুরায় পানি।
পূর্ববর্তী:
« আরবদেশে মানুষ বেশে এল একজনা
« আরবদেশে মানুষ বেশে এল একজনা
পরবর্তী:
আরে ও কৃষক মজুর ভাই »
আরে ও কৃষক মজুর ভাই »
নিতাই রায়
এই লেখাটা কবে থেকে শুরু জানি না। তবে যতদূর ম্নেপড়ে সভিয়েট ইউনিয়ন এর প্রাভদা প্রকাশনি থেকে বাংলায় পৃথিবীর ইতিহাস প্রকাশিত হয়ে ছিল। তাই বোধহয় ভারতের কোন ভাষায় এই প্রথম কথাটা ঠিক নয়।