উজানী নাইয়ারে, নাও বাইয়া যাও ভরা গাঙে দিয়া
আমার বন্ধুর খবর জানলে, কইয়া যাও ভিরাইয়া রে।।
কোথা হতে এলে তুমি, থাকো কোন বা দেশ
কহিতে পার নি আমার বন্ধুয়ার উদ্দেশ।
খবর যদি জানরে নাইয়া কইয়া যাও ভিরাইয়া রে।।
আমার বাড়ির সামনে দিয়া ভরা সুরমাই নদী
জল তুলিয়া স্নান করাইতাম আবার আসতো যদি
মিষ্ট মিষ্ট ফল রেখেছি বন্ধুয়ার লাগিয়া রে।।
আমি করি যার ভরসা সে পুড়ায় কার আশ
চোখের পানি দূর হলো না কেবল বার মাস।
মিছা কলংকিনী উকিল, জনমের লাগিয়া রে।।
পূর্ববর্তী:
« উগারতলের কুনি বেঙ্গী, সর্প ধইরা আহার করে
« উগারতলের কুনি বেঙ্গী, সর্প ধইরা আহার করে
পরবর্তী:
উদাস বাঁশি বাজল কোন বনে গো প্ৰাণ ললিতে »
উদাস বাঁশি বাজল কোন বনে গো প্ৰাণ ললিতে »
Leave a Reply