দক্ষিণ হাওয়ারে চক্ষে নাহি দেখা যায়
গায় লাগিলে আগুন জ্বলে আমার কলিজার রে
দক্ষিণ হাওয়ারে।।
হাওয়ারে
আমার বন্ধুয়ার বাড়ি আছে দক্ষিণ দেশে
ফিরিয়াতো আর আইলে না অভাগির কোন দোষে।
এদেশের লোক, সে দেশের লোক কত আসে যায়
কার কুঞ্জে ভুলিয়া রইল আসতে নাহি চায়।।
হাওয়ারে
নিদর নিষ্ঠুর পামর, কঠিন তার অন্তর
একদিন তো না অভাগিনীর না লইল খবর।
কত জ্বালা দেয়রে হাওয়া কালো কোকিলায়
কুহু কুহু স্বরে ডাকে সর্বদায়।।
হাওয়ারে
দখিনা বাতাসে নাওয়ের বাদাম দেয় উড়াইয়া
হাইলের বৈঠা ধরে মাঝি সারিগান যায় গাইয়া।
বাদাম দেইখ্যা চাইয়া থাকি আশারই আশায়
দীন হীন কাঙাল উকিলের ঘাটেনি লাগায়।।
Leave a Reply