ইয়া রাফিকুল আল, ইয়া হাবিবুল্লাহ
ইয়া শাফিউল মুজনবীন।
কাহার নামে বসবেন খোদা
তুমি হবে আলামীন।।
তোমার গৌরব, তোমার মন
জানেন আল্লাহপাক সোবাহান।
তোমার আশেক সারা জাহান
ফেরেশতা আসমান জমিন।।
হাশরের মাঠে এলে জমা, সূর্যের তেজে জমি হবে তামা
সেজদায় পড়ে চাইবে ক্ষমা, বলবেন আমি উম্মতের জামিন।।
সাফায়েতের আশা রাখ, নবীর প্রেমে মশগুল থাক
উকিল শুধু পাইল দুঃখ, নাই বুকে এশকের চিন্।।
পূর্ববর্তী:
« ইয়া আল্লাহু ডাকি তোমায় দমেতে দমেতে
« ইয়া আল্লাহু ডাকি তোমায় দমেতে দমেতে
পরবর্তী:
ইয়ামন হতে আইলায় দয়াল শাহজালাল আউলিয়া »
ইয়ামন হতে আইলায় দয়াল শাহজালাল আউলিয়া »
Leave a Reply