আমার কাংখের কলসী গিয়াছে ভাসি
মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে
মাঝিরে তোর নৌকার ঢেউলাগিয়া।।
ধীরে নৌকা বাইয়া যদি নদী হইতে পাড়
তবে কি ভাসিতো জলে কলসী আমার
আমার সহে না দেরী, আমি উপায় কি করি
গৃহে যাবার সময় গেল বইয়ারে।।
এবার যদি ঢেউ লাগিয়া কলসী হয়রে তল
মাঝিরে তোর দেশে যাওয়া হইবেরে বিফল।
কাঙাল উকিলে বলে কলেকৌশলে
নৌকা শুদ্ধ রাখিব বান্ধিয়ারে।।
পূর্ববর্তী:
« আমার একী বিপদ ঘটলো গো
« আমার একী বিপদ ঘটলো গো
পরবর্তী:
আমার কি হইল–প্ৰাণ সখী গো জলের ঘাটে গিয়া »
আমার কি হইল–প্ৰাণ সখী গো জলের ঘাটে গিয়া »
Leave a Reply