প্রাণ সখি গো
আমি না বুঝিয়া করলাম পিরিতি
আমার দুঃখে দুঃখে জনম গেল সুখ হইল না একরতি।।
পিরিতি যে বিষে ভরা, আগে তো কইলে না তোরা গো
বিষে বিষে হইলাম সারা, কেঁদে কাটাই দিনরাতি।।
দিলাম যারে ষোল আনা, দিয়াও বন্ধের মন পাইলাম না গো
পর কোনদিন আপন হয় না, হয় নারে সঙ্গের সাথী।।
কত অকুলারে কুলে নিলে, আমায় অকুলে ভাসাইলে গো
আমার ভাসতে ভাসতে জনম গেল, কও উকিলের কি গতি।।
পূর্ববর্তী:
« প্রাণ জ্বলে মোর বিচ্ছেদের অনলে গো সখি
« প্রাণ জ্বলে মোর বিচ্ছেদের অনলে গো সখি
পরবর্তী:
প্রাণ সখি গো কাছে কী রাখিবে বন্ধে মোরে »
প্রাণ সখি গো কাছে কী রাখিবে বন্ধে মোরে »
Leave a Reply