সখী গো
এমন শুভ দিন আমার কোনদিন হবে।
প্রাণনাথ আসিয়া আমার দুঃখ দেখিয়া
নয়নের জল বন্ধে-নি মুছিয়া নিবে।।
হইয়া প্রেমের ভিখারী, দ্বারে দ্বারে ঘুরি
ছাইড়া ঘর বাড়ি বন জঙ্গলে
যাহার লাগিয়া মন, কান্দে আমার সর্বক্ষণ
সেই বন্ধনি আমায় আদর করিবে।।
যাও সখী তোরা, রাধার মনচোরা
দাসীকে কি-রে বন্ধু প্রাণে মারিবে।
এইরূপে রাধায়, কান্দে যদি সদায়
মরিলে শেষে তোমরা, কারে দেখাইবে।।
হইল না সুখ, বিধাতা বিমুখ
আর কি সুখ ভবে, উকিলের হবে।
তোমরা এই প্রতিজ্ঞা কর, আনতে যদি পার
আমার কুঞ্জে-নি বন্ধে থাকিতে দিবে।।
পূর্ববর্তী:
« সখী কি করি উপায় যার লাগি বৈরাগী হইলাম
« সখী কি করি উপায় যার লাগি বৈরাগী হইলাম
Leave a Reply