বিদেশী বন্ধুরে রূপ দেখাইয়া পাগল করলো মোরে
এখন আমার উপায় বল বাঁচি কেমন করে রে।।
নয়নেরই ডুরি দিয়া করিলে বন্ধন
সোনা মুখে কইয়া কথা ভুলাইলে মন।
হাতে ধরে বলেচিলে ভুলবে না আমারে রে।।
সারা জনম পুড়তে পুড়তে হয়েছি অঙ্গার
তবু কি আর বাকি আছে পুড়তে আরেক বার।
মায়া যদি লাগে বন্ধু, রাইখ তোমার দ্বারে রে।।
ঘৃণা যদি লাগে বন্ধু, দাওরে বিষ খাই
তোমার হাতের বিষ খাইয়া আমি উকিল মরে যাই।
থাউক কলংক এই ভুবনে, দেখব না আর তোরে রে।।
পূর্ববর্তী:
« বিদেশী বন্ধু আমারে রাখিও তোমার মনে
« বিদেশী বন্ধু আমারে রাখিও তোমার মনে
পরবর্তী:
বিনতি করি কাতরে গউরচান গুণমণি »
বিনতি করি কাতরে গউরচান গুণমণি »
Leave a Reply