এসো হে কাঙালের বন্ধু, দেখা দেও আসিয়া।
তাপিত অঙ্গ শীতল করি, তোমার মুখ দেখিয়া।।
তোমার বলে বলবান আমাকে সাজাইয়া।
তোমার কর্ম তুমি কর আমায় উপলক্ষ দিয়া।।
আর কত থাকিব বন্ধু তোমার আশায় চাইয়া।
ভব যন্ত্রণা দূর করে দাও তুমি আমার হইয়া।।
থাকো বন্ধু সুখে থাকো আমায় দুঃখ দিয়া
কাঙাল উকিলের কি আছে শক্তি তোমায় নেই চিনিয়া।।
পূর্ববর্তী:
« এসো প্রাণ খুলে মিলে সকলের
« এসো প্রাণ খুলে মিলে সকলের
পরবর্তী:
এয়ার কন্ডিশন মেশিন আছে মায়ের কাছে »
এয়ার কন্ডিশন মেশিন আছে মায়ের কাছে »
Leave a Reply