সোনা বন্ধুয়া রে এতো দুঃখ দিলে তুই আমারে
তোর কারণে লোকের নিন্দন, করেছি অঙ্গের বসন রে।
তুই বিনে দরদী আর নাই সংসারে রে।।
কুমারিয়ার ঘাটিবাটি, কুমার করে পরিপাটি
মাটি দিয়া লিপ দেয় উপরে।
ভিতরে আগুন দিয়া কুমার থাকে লুকাইয়া
তেমনি দমা করলে তু্ই আমারে রে।।
তোর রাজত্ব জগত জুড়ি আমার নাই ঘরবাড়ি
সারা জীবন কাটাইতেছি পরেরে ঘরে
বন্ধুরে তোমার ভাণ্ড হইতে
তোর উকিলেরে কিছু ধন দিতে
না জানি তোর কতই বা কম পরে রে।।
পূর্ববর্তী:
« সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে
« সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে
পরবর্তী:
সোনা বন্ধে মোরে করিল উদাসী »
সোনা বন্ধে মোরে করিল উদাসী »
Leave a Reply