বন্ধু বিফলে গেল নব যৌবন।
যৌবন বেলায় না পেয়ে তোমায়
কাঁদিছে সদায় অবলার মন।।
আগে করেছিলে প্রেম দিয়া প্রতিশ্রুতি
ভুলবে না আমায় রবে চিরসাথী
থাকিবে সঙ্গে, দুজনে রঙ্গে, প্রেম তরঙ্গে হবে মিলন।।
আমার সর্বস্ব নিয়া সাজালে ভিখারী
তবু কেন দেখা পাই না তোমারী।
তুই বড় চতুর, ওরে মনচোর
নিশী করে ভোর, হইলে গোপন।।
পতিত পাবন তুই নাম তব দয়াল
তব আশায় উকিলে সেজেছি কাঙাল
পাই যেন দেখা হে জাল্লেজালাল
যেদিন দেহ মোর হবে পতন।।
পূর্ববর্তী:
« বন্ধু বিনোদ শ্যাম রায়
« বন্ধু বিনোদ শ্যাম রায়
পরবর্তী:
বন্ধু যদি হইত বাতাস »
বন্ধু যদি হইত বাতাস »
Leave a Reply