পিন্দাড়ে পলাশের বন পালাব পালাব মন
নেংটি ইন্দুরে ঢোল কাটে হে কাটে হে
বতরে পিরিতির ফুল ফুটে হে
আলতা সিন্দুরে রাঙা, বিহা ছেড়ে করব সাঙা
দেখি কেমনে কিনা কাইটে হে কাটে হে
বতরে পিরিতির ফুল ফুটে হে
হামার বঁধু রাইত কানা, বাড়িহির পথে আনাগোনা
ভিনসরাই উঠে ধান কুটে হে কাটে হে
বতরে পিরিতির ফুল ফুটে হে
পরশুরাম ঠাকুর
লিরিক্স ঠিক করুন। অনেক শব্দের কোনো অর্থই নেই। যেমন পিন্দারে বা হিংস্রাই শব্দ গুলোর কোনো অর্থ নেই। গাইবার আগে সঠিক লিরিক দেখেনিন। পিন্দাড়ে, ভিনসরাই হবে। আরো বেশ কিছু ভুল আছে।
Suman Das
আমাকে পুরো গান টার অর্থ একটু বোঝাবেন? আমি শুধু প্রথম লাইন টার অর্থ বুঝতে পেরেছি। তার সাথে বাকি লাইন গুলো কি সম্পর্ক বা মানে, বুঝতে পারছি না।
Kaiser
প্রথম লাইনটার অর্থ কি?
Pirunath Mondal
পিন্দারে কথাটা বাঁকুড়া বীরভূমের কিছু এলাকায় ব্যবহার হয়, যার অর্থ পিছনে যেমন বাড়ির পিছনে – স্থানীয় ভাষায় ঘরের পিন্দারে