সেই তোমারে দিল ফাঁকি চল লইয়া যাই রে
কান্দ কেনে মন কান্দিয়া কান্দিয়া যাইবো তোমার জীবনরে
কান্দ কেনে মন পাগলারে
তোমারে যতন কইরা দিলাম যারে ঠাই
সেই তোমারে দিল ফাঁকি চল লইয়া যাই রে
দুক্ষ সুখের দুইটি ধারায় বইছে নদীর জল
সুখে বাইব তোমার বৃন্দা করিয়া কৌশল
তাইতো বলি ওরে ও মন এযে কঠিন ঠাঁয়
কোনখানে পাঠায়া দিল মওলা মালিক সাঁই রে
মামুন
ভালো করে আগে গান শুনো !! তারপর—– ।
—- মামুন ভাই