দড়ি দিয়া কষা কইরা বান্ধাম পঙ্খির পায়
পঙ্খি যায় উইড়া যায়
ভ্রমর হইয়া কাজল দিলাম আলতা দিলাম পায়
পঙ্খি যায় উইড়া যায়
মাটির কলসি হইয়া ভাসলাম যমুনায়
পঙ্খি যায় উইড়া যায়
চান্দের জোছনায় দিলাম অলঙ্কার বানায়
পঙ্খি যায় উইড়া যায়
রে যায় উইড়া যায়
পূর্ববর্তী:
« নয়ন ঠারে হেরো গো সখী আখি ঠারে হের
« নয়ন ঠারে হেরো গো সখী আখি ঠারে হের
পরবর্তী:
পঞ্চতালার ভববাসে বন্দি আছে মুমিনগণ »
পঞ্চতালার ভববাসে বন্দি আছে মুমিনগণ »
Leave a Reply