আমার হাড় কালা করলাম রে
আমার দেহ কালার লাইগা রে
ওরে আমার অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসী
মন রে…
ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা,
জনম বাঁকা চাঁদ রে জনম বাঁকা চাঁদ
তার চাইতে অধিক বাঁকা
যারে দিসি প্রাণ রে
দুরন্ত পরবাসী
মন রে…
ওরে কূল বাঁকা গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে
বাঁকা গাঙের পানি
সকল বাঁকায় বাইলাম নৌকা
তবু বাঁকা রে না জানি রে
দুরন্ত পরবাসী
মন রে…
ওরে হাড় হইল জর জর
অন্তর হইল গুড়া রে
আমার অন্তর হইল গুড়া
পিরীতি ভাঙ্গিয়া গেলে
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসী
—————
কথা – পল্লীকবি জসীম উদ্দিন
আব্বাস উদ্দিন
BHABATOSH Biswas
pls tell about rythm of dotara of this song and every folk…
RAKIBUL ISLAM MURAD
২০২২ এসেও গানটা দেখে দেখে বউরে শুনাইলাম।
ইনশাআল্লাহ্ ২০৫২ সালেও আমার আমার ছেলে দেখনে বাবার কমেন্ট আর আমার ছেলের বউকে গাইয়া শুনাবে। ❤️❤️
জয়নাল আবেদিন
মারাত্মক সুন্দর একটা গান এই গানের মধ্য মনের সুখ দুঃখ শান্তি সব পাওয়া সম্ভব ❣️❣️❣️