আসবে যখন কাল বৈশাখী (ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বড় করে)
http://www.youtube.com/watch?v=z1cw2SlXnCw
আসবে যখন কাল বৈশাখী
বল তখন কোথায় থাকি
আসবে যখন কাল বৈশাখী
দেহের এ ঘর কেমনে রাখি
বাহির হইলে মরণ আমার
বাঁচি কেমন করে
ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বড় করে রে আমার
ডাইনে বায়ে দুই জানালা
ছাদ জুড়ে তার সদর দরজা
বাউল মনে ঘুইরা বেড়ায়
থাকতে চায় না ঘরে
ফাগুনের মাতাল হাওয়ায় ঘর নড়বড় করে
কেমন বাঁধনে বাঁধিয়াছ ঘর কারিগর
ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বর করে
ভিন্নপাঠ–
————
http://www.youtube.com/watch?v=IToNOfFCjE0
আসবে যখন কাল বৈশাখী
বল তখন কোথায় থাকি
বাহির হইলে মরণ আমার
থাকি কি করে ঘরে
ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বড় করে রে আমার
ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বর করে
ডাইনে বায়ে দুই জানালা
ছাদ জুড়ে তার দরজা খানা
বাউল মনে খুইলা কপাট
থাকবার না চায় ঘরে
ফাগুনের মাতাল হাওয়ায় ঘর নড়বড় করে
কেমন বাঁধনে বাঁধিয়াছ ঘর কারিগর
ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বর করে
———–
কথা ও সুর : জাহিদ আহমেদ
MD.MOYNUL ISLAM
আমার খুব প্রিয় গায়ক এবং এই গানটি আমার খুব প্রিয়