ননদীগো তোরা যা ফিরে যা ঘরে
তোরা বলিস- ডুবেছে রাই-কলঙ্কিনি
কৃষ্ণ-প্রেম-সাগরে
ঘুচল তোদের সকল জ্বালা
নিভল কুলের কালি
কলঙ্কিনী রাই বলে আর
কেউ দেবে না গালি
আর হবে না কৃষ্ণকেলি
গোপন বাসরে…
যা ফিরে যা ঘরে…
ভুলে যা লো রাধা তোদের
ছিল কুলের বউ
শ্যাম বিনে জীবন-মরণে
আপন নাই আর কেউ
ও যার কুলে উঠল অকুলের ঢেউ
কুলে তার কি করে…
যা ফিরে যা ঘরে…
ঝুলন-দোল আর নৌকা-বিলাস
সবই হলো শেষ
প্রভাসে চলেছি যেথা
আমার বন্ধুর দেশ
যেন দয়া করে শ্যাম ঋষিকেশ
তোরা এই আশীষ দে মোরে
যা ফিরে যা ঘরে…
বিদায় বেলায় ননদী গো
শেষ মিনতি নিও
আমার হয়ে শ্যামের কুঞ্জে
সাঁঝের প্রদীপ দিও
রসিক কয় আমায় রাখিও
তোমার চরণসেবার তরে
যা ফিরে যা ঘরে…
——————
রসিক সরকার
Fahim Mahtab
nice.
samir
http://www.bdreports24.com is the first 24/7 bilingual news provider on Development and Economy Update of Bangladesh in any medium opened its content free to public.