আমি তোর পীরিতের মরা
আমি তোর পীরিতের মরা বন্ধু
চাইয়া দেখনা এক নজর বন্ধুরে
অপরাধী হলেও আমি তোর
তোররে বন্ধু
অপরাধী হলেও আমি তোর
আমায় যদি দাও তাড়াইয়া
এমন জায়গা নাইরে গিয়া
এ অভাগার জুড়াইতাম অন্তর
তুমি যদি ভিন্নবাসো
আমি তোরে কইনা পর
কত দুঃখ আমার বুকে
দেখতে আসে পাড়ার লোকে
তোর কি নাই কলঙ্কেরই ডর
আমি যদি যাই মরিয়া
কে করবে তোরে আদর
——————-
কথা: উকিল মুন্সি
কন্ঠ: বারী সিদ্দিকী
Solaiman Ahmed
welldone
Masudur Rahman
“ঘৃণা রাখো” আমি তোরে “করিনা” পর হবে না, হবে- “ভিন্নবাসো” আমি তোরে “কইনা” পর হবে।
Bangla Library
অনেক অনেক ধন্যবাদ ভুল সংশোধনে সাহায্য করার জন্য।