আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু–এ গানটি একেক শিল্পী একেকভাবে গেয়ে থাকেন। তবে \’জালালগীতিকা সমগ্র\’তে গানটি এভাবে আছে–
কত কষ্ট পাইলাম বন্ধুরে তোর লাগিয়া দেওয়ানা-
মন জানে আর কেউ জানে না ॥
বন্ধুরে-তোমায় পাব পাব বলে, ইহজীবন গেল বিফলে,
প্রেমের ফাঁসি লইয়া গলে হইল কী লাঞ্ছনা,
কলিজা হইয়াছে ছিদ্র ধরেছে গুণে, ছাড়েনা ॥
বন্ধুরে-কান্দাইলি যে অবধি, ভাসাইলাম কত নদী
শুরু হইতে আজ অবধি একদিন আর পেলেম না,
যে যাহারে ভালবাসে ব্যবহারেই যায় জানা ॥
বন্ধুরে-কাষ্ঠে লোহায় পিরিত করে নৌকাটি সাজিয়া পরে
দুয়ে মিলে যুক্তি করে শুকনায় থাকে না,
জলের বুকে জীবন কাটায় এই পিরিত আর ভাঙ্গে না ॥
বন্ধুরে-জানে ঐ জহুরি যারা ভেড়ার শিংয়ে গলে হিরা,
সোনা-রূপায় চায় সোহাগা যার লাগি যে ফানা,
জালাল চাহে মনের মানুষ ভবে নাই যার তুলনা ॥
-জালাল উদ্দীন খাঁ
মুরাদ মাহ্মুদ
গানটা খুব ভাল ।। সম্পূর্ণ গানটা শুনেত পারেল আেরা ভাল লাগত ।। যাই েহাক গানটা কি রাধা-রমনের ??
আর এই গান গুেলা িক অ্যালবাম আকাের পাওয়া যায় ?? জানেল খুিশ হব ।।
ধন্যবাদ । ।
Habib Ahsan
না, এই গানটি জালালুদ্দিন খাঁর লেখা
Ami Tome
good
Mehedi Hasan Opurbo
ভালোবাসা আর ভালোবাসা.
Ashraf Uddin
ভালবাসা কই পাই.
Habib Ahsan
না, এই গানটি জালালুদ্দিন খাঁর লেখা