গত নিশি কোথায় ছিলে
ও বাঁকা শ্যাম
প্রভাতে জ্বালাতে এলে কেনে
প্রভাতে জ্বালাতে এলে
গত নিশি কোথায় ছিলে
নিঠুর কালিয়া সোনারে সোনা
গত নিশি কোথায় ছিলে।।
আসিবে শ্যাম বলে তুমি
কথা দিয়া ছিলে
রজনি পোহাইয়া গেল
তুমি না আসিলে।।
সারা নিশি জাগিয়া
মালাটি গাঁথিয়া
ছিঁড়ে ফেলেছি সকালে
কঙ্কনেরও দাগ তোমার
অঙ্গেতে লেগেছে
কোন নারীর হার তোমার
গলেতে ঝুলেছে।।
ঢলঢল আঁখি
কালি পরা দেখি
সিঁদুর মেখেছে কপালে
ও নিঠুর নিদারুন শ্যাম
তোমারি কারণে আমি
সব কিছু হারালাম
সব কিছু হারালাম।।
লীলা কেঁদে বলে
ভাসি নয়ন জলে
জীবনটা গেল বিফলে
—————–
কণ্ঠ: চমক হাসান
সুমন.....
শুধু যদি বলি অসাধারন তাহলে কম হবে কিন্তু আমি ভাষা খুজে পাচ্ছি না কি লিখলে আমার মনের কথাটি প্রকাশ করতে পারব…কিছু গান কিছু মানুষ কিছু জিনিষ প্রথম দেখাতে বা শুনাতে পচন্দ হয়ে যায় চমক ভাই আমার সেই লিষ্টে। আমার লিষ্ট খুব বড় না তবু্ত্ত উনি জায়গা করে নিলেন। উনার দীর্ঘ আযু কামনা করি দোয়া করি উনার মাধ্যমে আমাদের নতুন প্রজম্ম কিছু শিখতে পারবে….।
ভবঘুরে
চমক দা অলওয়েজ বেস্ট !