তোমাকে আমার মনে চায় রে প্রাণের বন্ধু
তোমাকে আমার মনে চায় (ও বন্ধুরে)
পিরিতি করিয়া কেন গেলা ছাড়িয়া
তোমার কি দয়া-মায়া নাই
শয়নে-স্বপনে ধ্যান জাগরনে
সব সময় তোমায় যেন পাই
পরদেশীর বেদনা পোড়া মনের বাসনা
তুমি ছাড়া আমার কেহ নাই
—————
মুজিব পরদেশী
http://www.youtube.com/watch?v=Fc0FVM3Pi3I
অসিত সাহা
অসাধারণ প্রতিভা