মেনকা মাথায় দে লো ঘোমটা।
বেছে বেছে করলি করলি জামাই
চিরকালের নেংটা লো নেংটা॥
গড়িয়ে সোনার পুতুলী
বুড়ো বরে বিয়া দিলি
রাস্তায় যেতে ঢলে পড়ে
বাতাসে তাঁর দন্ত নড়ে।
মেনকা সে যে ভালো,
হাতীর গলায় ঘন্টা লো ঘণ্টা॥
কটিতটে বাঘাম্বর
নির্গুণ বেটা গাঁজায় দেয় দম।
তার হাতে ত্রিশূল মাথায় জটা
ঠিক ভিখারির ঢংটা॥
শ্মশানে মশানে থাকে
ঐ তো ভূতের রাজা
ভব পিতা ভেবে বলে,
মেনকা গেলি ভুলে,
দেখে সাদা রংটা
ও রংটা॥
মেনকা মাথায় দে লো ঘোমটা॥
সূত্র : বাঙ্গলার বাউল গান
Add to favorites 2
Leave a Reply