ওরে দাঁড়াও কালা মোর ঐ না রাজপথে রে
ওরে জনমের মত দেখিয়া নাও মোর প্রাণ কালা রে।।
আমার কালা বাড়ি আইসে
পিড়া দিলে কালা মাটিত্ বইসে রে, প্রাণ কালা রে
কালা, হাতে হাতে গুয়া দিলে না খায় রে।।
আমার কালা মানুষ ভালো
না বোঝে কালা সন্ধ্যা সকাল রে, মোর প্রাণ কালা রে
কালা না জানে যৈবনের পিরিতি রে।।
আমার কালার কটুর হিয়া
মন বান্ধ্যাছে কালা পাষাণ দিয়া রে, মোর প্রান কালা রে।।
Leave a Reply