গোলেমালে গোলে মালে
পিরীত ক’র না।
পিরীতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়বে না॥
গোলেমালে গোলে মালে পিরীত ক’র না॥
এক পিরীতে শিব শ্মশানবাসী
আর এক পিরীতে গোরা হলো
নদের নিমাই সন্ন্যাসী॥
গীত গোবিন্দ পদ্মাবতী এরাই কেবল কয়জন॥
গোলেমালে গোলে মালে পিরীত ক’র না॥
পিরীতি যুগ ডুমূরের ফুল
কিন্ত ভাই আলোক লতার মূল,
পিরীতি সন্ধান না জানতে পারলে
জীবের পক্ষে ভুল,
যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে
পিঁপড়ে নড়তে চড়তে পারে না॥
গোলেমালে গোলে মালে পিরীত ক’র না॥
একজন ব্রাহ্মণের ছেলে,
সেত এমনি বিট্কেলে,
পিরীত করে ধোপার মেয়ের
পা ধুয়ে খেলে।
পিরীতি জাতের বিচার করতে গেলে,
মিলবে না চাঁদের কণা॥
গোলেমালে গোলে মালে পিরীত ক’র না॥
সূত্র : বাঙ্গলার বাউল গান
Ferdous Alam
পাইলাম।
Ruhul Tapadar Jony
সুন্দর