আমার সোয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি?
তুমি আমি জনমভরা ছিলাম মাখামাখি
আজি কেন তুই হইলে নীরব মেল দুইটি আঁখি ॥
বুলবুলি আর তোতা ময়না কত নাম তর রাখি
শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি ।
তোমার আমার মধুর পিরিত চন্দ্র সূর্য সাক্ষী।
অকস্মাৎ কেন ভেঙে দিলে বুঝলাম না চালাকি ॥
বিশ্বজোড়া এই পিরিতি সবই দেখছি ফাঁকি।
বাউলকবি রশিদ বলে ডাকলেই বা হবে কি ॥
পূর্ববর্তী:
« আমার সোনার ময়না রে
« আমার সোনার ময়না রে
পরবর্তী:
আমার হাত বান্ধিবি পা বান্ধিবি »
আমার হাত বান্ধিবি পা বান্ধিবি »
Leave a Reply