নিশিতে যাইও ফুলবনে
– রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।
জ্বালায়ে চান্দের বাতি
আমি জেগে রব সারা-রাতি গো;
কব কথা শিশিরের সনে
– রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।
যদিবা ঘুমায়ে পড়ি-
স্বপনের পথ ধরি গো,
যেও তুমি নীরব চরণে
– রে ভোমরা।
(আমার ডাল যেন ভাঙে না,
আমার ফুল যেন ভাঙে না,
ফুলের ঘুম যেন ভাঙে না)।
যেও তুমি নীরব চরণে
– রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।
—————-
জসীম উদ্দীন
Elias Ali
বিখ্যাত গানটির গীতিকার শেখ ভানু.
Daka Hobe
Your facebook friend eliyas ali wife number 07440040164 home: o1274493599
Abu Hasanath Dipu
এটার গীতিকার শেখ ভানু নয় জসীম উদ্দিন-ই।
প্রায় একই ধারণার তিনটি গান তিনজন লিখেন শেখ ভানু, জসীম উদ্দিন ও রাধারমণ দত্ত। ধারণা করা হয় জসীম উদ্দিন ও রাধারমণ দত্ত শেখ ভানু থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছেন।
ফারুক হোসেন
ধন্যবাদ
১. তোরা বাতাস কর বাতাস কর মাথায় পানি ঢাল রে, যাকরার তা কইরা গেছে আমার বন্ধু মনচোরায়
২.তোরা কান্দস ক্যান বাাবার এখনও হুশ আছে -নকুল কুমারের গান
৩.আমার দেহটা শহরে থাকে মনটা থাকে গায়-নকুল কুমারের গান
লিরিকসসহ গানগুলো পোস্ট করবেন please
কাজী হাসান
গানটি নিসন্দেহে শেখ ভানুর
আমি নিজে ব্যক্তিগত ভাবে জীবনী নিয়ে গবেষণা করছি।