৭
ছায়ানটের পর আসে নিঝুম নিশি। বিহগ যখন ঘুমায় বেহাগ তখন জাগে। শুদ্ধ মধ্যমই এর আসল মা। কড়ি ‘মা’ এর সৎমা। দুই মধ্যমে এর যে অপরূপ শ্রী ফুটে উঠে তার বুঝি তুলনা নেই।
বেহাগ–তেতালা
নিশি নিঝুম, ঘুম নাহি আসে। হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে॥ বিহগী ঘুমায় বিহগ-কোলে ঘুমায়েছে ফুল মালা শ্রান্ত আঁচলে ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে॥ ফুরায় দিনের কাজ, ফুরায় না রাতি শিয়রের দীপ হায় অভিমানে নিভে যায় নিভিতে চাহে না নয়নের বাতি! কহিতে নারি কথা তুলিয়া আঁখি, বিষাদ-মাখা মুখ গুণ্ঠনে ঢাকি, দিন যায় দিন গুনে নিশি যায় নিরাশে॥
Leave a Reply