ভরিয়া প্রাণ শুনিতেছি গান
আসিবে আজ বন্ধু মোর।
স্বপন মাখিয়া সোনার পাখায়
আকাশে উধাও চিত-চকোর।
আসিবে আজই বন্ধু মোর।।
হিজল বিছানো বন পথ দিয়া
রাঙায়ে চরণ আসিবে গো প্রিয়া।
নদীর পারে বন কিনারে
ইঙ্গিত হানে শ্যাম কিশোর।
আসিবে আজই বন্ধু মোর।।
চন্দ্রচূড় মেঘের গায়
মরাল-মিথুন উড়িয়া যায়,
নেশা ধরে চোখে আলো-ছায়ায়
বহিছে পবন গন্ধ চোর।
আসিবে আজই বন্ধু মোর।।
পূর্ববর্তী:
« ভরিয়া পরান শুনিতেছি গান
« ভরিয়া পরান শুনিতেছি গান
পরবর্তী:
ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে »
ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে »
Avipriyo
ei gaan ti kon raag vittik…….. eta likkha thakle valo hoto… in fact nazrul er gaan e raag ebong eta kon dhoroner gaan seta bodh kori likkha thaka uchit……. 😀