খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই পড়ে
ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধরে।।
দুনিয়াদারীর শেষে আমার নামাজ বদলাতে
চাই না বেহেশত খোদার কাছে নিত্য মোনাজার ক’রে।।
কায়েস যেমন লায়লী লাগি’ লভিল মজনু খেতাব,
যেমন ফরহাদ শিরীর প্রেমে হ’ল দিওয়ানা বেতাব,
বে-খুদীতে মশগুল আমি তেম্ খোদার তরে।।
পুড়ে মরার ভয় না রাখে, পতঙ্গ আগুনে ধায়,
সিন্ধুতে মেটে না তৃষ্ণা চাতক বারি বিন্দু চায়,
চকোর চাহে চাঁদের সুধা, চাঁদ সে আসমানে কোথায়
সুরুয থাকে কোন্ সুদূরে সূর্যমুখী তারেই চায়,
তেমনি আমি চাহি খোদায়, চাহিনা হিসাব ক’রে।।
পূর্ববর্তী:
« খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত
« খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত
macs
খুব ভালো একটি সাইট। কিছু ইসলামী গান পাোয়া যাবে এই সাইটে
islamisonglyrics.blogspot.com
গানগুলো আপনার সাইটে এড করতে পারেন।
Muhammad Mahmudul Hasan
It’s very very important website
Bangla Lyrics
@macs/ ধন্যবাদ। কিন্তু গানগুলো কপি করা যাচ্ছে না। আপনার কাছে ইউনিকোডে লেখা থাকলে পাঠিয়ে দিতে পারেন। নইলে আমরা পরে চেষ্টা করে দেখব টাইপ করে নেয়া যায় কিনা।
শাওন
আসসালামু আলাইকুম,
দারুন একটা সাইট এভারগ্রীন বাংলা লিরিকস্ । আপনাদের কাছে একটা রিকুয়েস্ট রয়েছে আমার। সেটা হল, আমি কি আমার সাইটে আপনাদের সাইট থেকে কিছু লিরিক নিয়ে অ্যাড করতে পারি? আমি অবশ্যই তথ্যসূত্র এবং এটা যে আপনাদের কপিরাইট তা প্রকাশ করব। আমার কাছে এই সাইট টা জটিল লেগেছে। যদি অনুমতি দেন তবে আমি আমার সাইটে এখান থেকে কিছু লিরিক এ্যাড করতে পারি। আমার সাইটে বতর্মানে ৮০০ এর উপরে লিরিকস্ আছে।
সত্যি বলতে গেলে আমি বাংলা গানের খুব ভক্ত। আমার গান কালেকশন করা একটা শখ। আশাকরি আপনারা আমাকে অনুমতি দেবেন।
নাম: শাওন
ওয়েবসাইট: Lyricsdemon.wordpress.com
ই -মেইল: [email protected]
Thanks !
Bangla Lyrics
@শাওন/ লিঙ্ক-ব্যাক দিয়ে লিরিক নিতে পারেন।
ধন্যবাদ।
শাওন
একটা গান এ্যাড করলাম…
“খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই পড়ে”