খেলিছ এ বিশ্বলয়ে
বিরাট শিশুর আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে।।
শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে।।
তারকা রবি শশী
খেলনা তব হে উদাসী
পড়িয়া আছে রাঙা
পায়ের কাছে রাশি রাশি।
নিত্য তুমি হে উদার
সুখে-দুখে অবিকার।
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নিরজনে প্রভু নিরজনে।।
পূর্ববর্তী:
« খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা
« খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা
পরবর্তী:
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে »
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে »
আরাফাত
খুবই প্রিয় গান
গৌতম
অন্তরে গীত হয় যেনো এ গান
বিধাতার তরে নিবেদিত হয়ে প্রাণ ।