ঘাসফুল কাশবনে একা আনমনে,
আঁকা ছবিগুলো ছিঁড়ে গেছে।
জ্বলন্ত সিগারেটে ভেজা অ্যাশট্রেতে,
জীবনের গতি থেমে আছে।
বহুদূর চলে গেলো কিছু স্মৃতিগুলো,
ভেসে গেলো জলোচ্ছ্বাসে।
প্রিয়া তুমি চলে গিয়ে থাকলে দূরে,
ইদানীং তাই একা লাগে।
আসে যদি যন্ত্রণা
দাও কিছু মন্দ না
হতাশার কান্নাটা
জীবনের ছন্দ না
এলোমেলো কল্পনা
বহুরূপী মন্ত্রণা
আসে যদি যন্ত্রণা
ভালো লাগা মন্দ না।
যন্ত্রণা ঘুরে ফিরে জীবনের বাঁকে,
বিষে ভরা রঙতুলি হাসে।
কিছু ফুল ফুটে আছে কিছু ঝড়ে গেছে,
অকারণে কেউ ভালবাসে।
প্রিয়া তুমি চলে গিয়ে থাকলে দূরে,
ইদানীং তাই একা লাগে।
জীবনের বোধগুলো চিহ্ন তো রাখে,
কিছু প্রতিশোধ বাকী থাকে।
দুরন্ত মন তাই শুধু ছবি আঁকে,
দুঃখগুলো মুচকি হাসে।
প্রিয়া তুমি চলে গিয়ে থাকলে দূরে,
ইদানীং তাই একা লাগে।
চারিদিকে বাড়ন্ত স্বপ্নরা হাসে,
বিমূর্ত রাত কাঁদে নীল বাতাসে।
হেরে গেছি এই আমি জীবনের কাছে,
দুরন্ত প্রতিভারা পড়ে আছে মিছে।
হেসে বলে সাগরের নীল জলরাশি,
নবজাতকের মুখে জ্যোতি পায় হাসি।
মৃত কোন বাউলের আত্মাটা কাঁদে
হতাশায় বুক বাঁধা আমার বুকে।
চায়ের কাপ হাতে প্রতিদিন এভাবেই
জীবনটা ছাই মাখা আকাশের ছবি।
গান : যন্ত্রণা
কথা : তানভীর মোর্শেদ
সুর ও কণ্ঠ : পার্থ বড়ুয়া
অ্যালবাম : টুগেদার (ব্যান্ড মিক্সড)
প্রকাশকাল : ১৯৯৪
Leave a Reply