ফিরে দেখো আমাকে অতীতের জীবনে
কিছু স্মৃতিরা এখনো দিগন্তের সীমানায়
ভিড় করেছে অনেক আগে অতীতের মতো
তাইতো তুমি আজ হয়ে গেছো এক অতীত
যে শুধুই কাঁদায় জীবন্ত আঙিনায়
মাঝে মাঝে মনে পড়ে অতীতের মতো
ভালোবাসা নেই, তবে কেন ফোটে ফুল
কেন সোনালি বিকেলে দূর থেকে বহুদুরে
এই মন হেঁটে বেড়ায় অতীতে
এখনও আমি রয়েছি বেঁচে
কেন তোমারই স্মৃতি ধরে যুগ থেকে যুগান্তরে
এই মন খুঁজে বেড়ায় তোমাকে
———–
শিরোনাম: ফিরে দেখো আমাকে
শিল্পী: নিলয় দাশ (ব্যান্ড: ট্রিলজি)
কথা: বাপ্পি খান
সুর, কম্পোজিশন, লিড: নিলয় দাশ
কিবোর্ড: পার্থ, পঙ্কজ
বেজ: পঙ্কজ
রিদম: পার্থ
এ্যালবাম: টুগেদার (ব্যান্ড মিক্সড)
প্রকাশকাল: ১৯৯৪
লেবেল: সাউন্ডটেক
Leave a Reply