ইতিহাস তুমি কেঁদো না
পরিবর্তন আসে
চিরক্লান্তির ভাবনা
তোমাকেই ভালোবেসে
বন্ধু তুমি কেঁদো না
আমারও কান্না আছে
কাঁদে না তোমারই জন্য
তুমি ভেসে যাও পাছে…
—————————–
চোখে জলে ভেজা স্যাতস্যাতে
বালিশের ওপর
শুয়ে কাটছে অনেক রাত
ধন্যবাদ হে ভালোবাসা
ধন্যবাদ এই দুঃখ দেয়া
সুখে থেকো তুমি বলেছিলে
সুখেই আছি সবাই বলে
ঠোঁট মুখে হাসি লেগেই আছে
অন্তর কাঁদে কেউ না জানে
পুরোনো চিঠি পড়তে বসে
আজও মনে সন্দেহ জাগে
আদৌ কি ভালোবেসেছিলে
নাকি ছিলো
এ ছলনা অবলীলাক্রমে
চলে গেলে অশান্ত সাগরে
জীর্ণ ভেলায় যাও তুমি
অনিশ্চিতে
ভেসে যাও….নেই কোন আশ্রয়
ভেসে যাও….নেই কোন পিছুটানের সংশয়
আমি শব্দহীন পৃথিবী আকড়ে রবো
ভরাডুবির আশংকাতে
নিথর রাতে মিটমিটে
জোনাকির আলো দেখে
জ্বলছে নিভছে মনের আশা
ধন্যবাদ হে ভালোবাসা
ধন্যবাদ হে রসিকতা
বিদায় বিহনে বলেছিলে
কষ্ট পেলে তুমি দুঃখ পাবে
পরাজয়ের এই জীবন আমার
এতটুকু তো মেনেই নেবে
প্রেমের প্রলাপে প্রলেপ মেখে
বিলীন করলে মিথ্যাচারে
ধন্যবাদ হে ভালোবাসা
ধন্যবাদ এই মন ভাঙ্গা
ঘৃনার কথা বলেছিলে
ঘৃনায় আমার জীবন চলে
ঘৃনাতে ভালোবাসা লাগে
এই সত্য কথা কেউ না মানে
ভেসে যাও….নেই কোন প্রাপ্তি
ভেসে যাও….নেই কোন অকারনে শাস্তি
আমি সত্যহীন পৃথিবী আকড়ে রবো
চোরাবালির নিমজ্জনে
যাও গো তুমি স্বপ্নপুরে
স্বপ্নভাঙ্গার স্বপ্ন দেখে
দুঃস্বপ্ন না হয় আমি ভেবে
শান্তনা দেব অবুঝ মনে
চোখে জলে ভেজা স্যাতস্যাতে
বালিশের ওপর
শুয়ে কাটছে অনেক রাত
ধন্যবাদ হে ভালোবাসা
স্বাগতম হে নিঃসঙ্গতা
Band – ফিডব্যাক
Album – বঙ্গাব্দ ১৪০০
Leave a Reply