কালসাপেরা নিলো কাইরা
দুঃখু মিয়ার ঘর
হায় রে দুখু কান্দে
দুঃখেই জীবনভর
কালসাপেরা নিলো কাইরা
দুঃখু মিয়ার ঘর
পেছন থিকা কুড়াল মারে
পায় না সে খবর
এই দেশে যে কত দুঃখু
এমনি ছোবল খায়
এত খুনেও তবু দুঃখুর
জীবন না বদলায়
হায় রে দুঃখু কান্দে
দুঃখেই জীবনভর
মাতব্বরে ফন্দি দিয়া
জমি লয় দখল
চোখের পানিতে মাঠ ভিজাইয়া
লাগাইলো ফসল
মাঠে সোনার ফসল আসে
মনে জোয়ার বয়
এইদিকে তার ঘরের সবার
উপাস থাকতে হয়
হায় রে দুঃখু কান্দে
দুঃখেই জীবনভর
বছর বছর ইলেকশনে
মনের মানুষ পাই
দুঃখুর মাইয়ার মনের মানুষ
কেউ না হইতে চায়
যেদিন মাথায় ঘোমটা দিয়া
গেল পরের ঘর
কদিন যাইতেই ভাঙ্গলো আকাশ
তার মাথার উপর
হায় রে দুঃখু কান্দে
দুঃখেই জীবনভর
—————
নোভা
আহ্বান
Leave a Reply