আমি তা আবার হারাই রে
ও তার চপল চাহনি যেন হাসির খনি
আমি তা হারায়ে পাই রে
ও সে গোলক ধাঁধা, ধাঁধার ফেড়ে পরে
আমি তা আবার হারাই রে
আমর চাতক কামনা অনাদরে শুকিয়ে
নৃত্যে নদী হয়ে ধায় রে
স্বপ্ন শিকলে
স্বপ্ন শিকলে আটকে ক্লান্ত পা
ঘুম রাতের ময়ুরী হারা হরিণী মন
তবু আশারা বড় হতে চায় রে
Leave a Reply