অসীম শুন্যতার মাঝে
অসীম শুন্যতার মাঝে
কে বাঁজাই আর কে বাঁজে
কেউ না কেউ না নিজে নিজে-
সাধের বনভূমি ছাই,
ঝরণারা কেঁদে বলে কি যে
এই আর নেই তো সেই আমি
প্রিয় আগুনে ভিঁজে ভিঁজে-
হৃদয়ের কলিগুলো ফোটেনা
মেলিনাই সবটুকু চোখ
বেদনার ক্ষত আরো গাঢ় হয়
মধুর গভীর রাত ভাঙল সাঝে-
তাই তো কোথাও তোমায় খুজিনা
এইতো আমার কাছে তুমি
তুমি আমার, আমি তোমার
তোমাতেই আমি, তুমি আমার মাঝে-
Leave a Reply