অচেনা পথিক
তারা ভরা রাত
মন ছুঁয়ে জল
জোনাকির কোলাহলে
অচেনা পথিক কোথা যাবি চল
অনেক দূর, বহুদূর যাবার কথা
যেতে হবে যেন সব ভুলে, কোন দূ:খ নেই
অচেনা পথিক যাও যাও
পা পসকালেই শুধু হয়
গল্পের শেষ নেমে যাবে
সাবধানে প্রতি ধাপ বন্ধু
এ গানের আরো কিছু লাইন আছে বাকি
ওরা এক্ষুনি এসে যাবে
চল এগিয়ে চল্ চল্
চল এগিয়ে চল্ চল্
চল এগিয়ে চল
Leave a Reply