ভাঙ্গা পাড়ে উদলারে দেউড়ী, মেঘলা নীল অন্তর
বুকের ভেতর খাঁ খাঁ করে দগ্ধ তেপান্তর।
অরূপ চাষী লাঙ্গল চালায় বুকেরও উপর,
অনাবাদী বালুরও বনে তুলিব বাসন।
বীজ বুনেছি, ঢেলেছি জল মরুরও উপর,
হারায়েছি যে ধন তাহার, না রাখি খবর।
————–
পথিক নবী
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply