ফিরে এসো এই অন্তরে
ফিরে এসো এই অন্তরে
তুলনাহীনা বান্ধবী
যেও নাকো তুমি ঐ দূরে
ব্যথা জাগে এই মন জুড়ে
হতে চাই গিয়ে তোমার গীতি কবি
মৌসুমী কারে ভালোবাস তুমি
মৌসুমী বল কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভুলে অভিমান হও সঙ্গীনি।
তুমি আছ প্রান স্পন্দনে
তুমি আছ হাসি ক্রন্দনে
অপরাজিতা নন্দিনী
চেয়ে দেখ তুমি ঐ চোখে
তুমি আছ সুখ আর দুঃখে
এঁকে যাই শুধু তোমার মুখছবি।
মৌসুমী কারে ভালোবাস তুমি
মৌসুমী বল কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভূলে অভিমান হও সঙ্গীনি।
============
শিরোনামঃ মৌসুমী
কথাঃ কাওসার আহমেদ চৌধুরী
কন্ঠঃ মাকসুদ
ব্যান্ডঃ ফিডব্যাক
অ্যালবামঃ উল্লাস
B. M.
It is missing the following part
কারে ডাক মৃদু গুঞ্জনে
চোখ ভর মায়া অঞ্জনে
এই ক্ষনে
করুণাহীনা বান্ধবী
চেয়ে দেখ তুমি এই চোখে
তুমি আছো সুখ আর দুখে
এঁকে যায় আজও তোমার মুখছবি