[চলে যাওয়া মানে প্রস্থান নয়; বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে…]
মনে পড়ে তোমায়, মনে পড়ে ভালোবাসায়
মনে পড়ে অপমানে, মনে পড়ে ক্ষমায়
মনে পড়ে আলিঙ্গনে, মনে পড়ে অপারগতায়
মনে পড়ে অতুল তোমার চাহনিতে
মনে পড়ে প্রতারণায়
মনে পড়ে সান্ত্বনায়, মনে পড়ে যন্ত্রণায়
মনে পড়ে আর্তনাদ করে কেঁদেছি
মনে পড়ে বিদায় বেলায়
মনে পড়ে অকালে আমার মনের শান্তি মরে যায়
মনে পড়ে বছরে বছরে গড়া সংসারে কি যেন হারিয়ে যায়
মনে পড়ে নিদ্রাহীন কত রাতে জেগে আছি ভোরেরই আশায়
এই হৃদয় তোমার কুঠার আঘাতে কত রক্ত ঝরেছে বৃথাই
রেখে গেছে বুকের মাঝে চাপা ব্যথা
মনে পড়ে তোমায়
মনে পড়ে তোমায়, মনে পড়ে জটিলতায়
মনে পড়ে শিহরনে, মনে পড়ে অস্থিরতায়
মনে পড়ে কামনায়, মনে পড়ে বাসনায়
মনে পড়ে অভিশাপে, মনে পড়ে নিষ্ঠুরতায়
মনে পড়ে ঈর্ষা-কাতরতায় মনে পড়ে বনিবনায়
মনে পড়ে অসহায় হয়ে ছুটেছিলাম প্রেমের মরীচিকায়
মনে পড়ে প্রতিশোধ নেবার প্রবণতায় প্রতিরোধ করার প্রতিক্রিয়ায়
প্রতীয়মান এ অপরাধী মনে কত বিষাক্ত তোমার ছোঁয়ায়
মনে পড়ে জীবনে আমার সকল স্বপ্ন মরে যায়
মনে পড়ে মানুষ নিংড়ানো সংসারে বেঁচে থাকা যে কত দায়
মনে পড়ে নিদ্রাহীন মনের ঝরে জেগে আছি শুধু স্বস্তির আশায়
তোমার হৃদয়ে লুকানো ভাটা-গারে কত যে শিল্পী মরেছে বৃথাই
বেঁচে আছি ব্যথার মাঝে নতুন ব্যথায়
মনে পড়ে তোমায়
মনে পড়ে তোমায় অনেক স্মৃতি ভুলে থাকায়
মনে পড়ে শুধু হট্টগোলে, মনে পড়ে নিঃস্বত্বটায়
মনে পড়ে অপূর্ণতায়, মনে পড়ে অক্ষমতায়
মনে পড়ে নিরুপায়ে ক্ষোভে প্রচণ্ডতায়
মনে পড়ে অহেতুক সুযোগ নেওয়ায়
মনে পড়ে ঝলমলে মিথ্যা কথায়
মনে পড়ে নিষ্প্রাণ হাসি হেসেছিলে তুমি প্রেম প্রেম খেলায়
মনে পড়ে তোমায় নিদারুণ এই বাস্তবতায়
আমি জানি আগামী শুধু আসবে আজকের বেঁচে থাকায়
বেঁচে আছি উৎপীড়নে বেঁচে আছি উন্মাদনায়
বেঁচে আছি বেঁচে থাকার শত তাগিদে
ক্ষণিকের তোমারই আশায়
মনে রবে তোমায় অনাগত কোন গীতিকবিতায়
মনে রবে শুধু দীর্ঘশ্বাসে আর একমিনিট নীরবতায়
============
গান: মনে পড়ে তোমায়
ভোকাল: মাকসুদুল হক
অ্যালবাম: বঙ্গাব্দ ১৪০০
ব্যান্ড: ফিডব্যাক
Leave a Reply