এখানে এলে দুচোখের জল বাঁধা মানেনা আমার
এখানে এলে হারানো স্মৃতি মনে পরে বারবার
আমার একি হলো বুঝিনা তুমি যে কেমন আছ
অনামিকা কেমন আছ কেমন আছ জানিনা।
সেই বকুল গাছ থেকে আজও ঝরে অনেক ফুল
তাই দেখেই ভাবি আমি জানিনা কার ছিল ভুল।।
একি নিয়তির লিখা নাকি ভুল ছিল দুজনার।।
জানিনা কখনো তুমি এপথে এসেছো কিনা
বেদনার সাত সুরে বাজে কি তোমারও বীণা।।
এই জীবন কিছুতেই কাটেনা আমার।।
—————–
সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু
কথাঃ মাসুম ফেরদৌস
এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)
Leave a Reply