চলে যাব একদিন
দূর কোথাও দূরেই।।
ব্যথা যদি পাও তুমি
ক্ষমা করে ভুলো মোরে।
আনমনে গাইবে না
এক মনে শুনবনা।।
না বলা কথাটা আর
বলা হবে না।
কোলাহলে থাকবোনা
জানি কেউ মনে রাখবেনা।।
কেউ মনে রাখেনা
স্মৃতি নিয়ে ভাবেনা।
—————-
সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু
কথাঃ শহীদ মোহাম্মদ জঙ্গী
এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)
Leave a Reply