আমি আজ
বহুদিন পরে কাঁদলাম
তুমি যাবারও কালে
আমারই দুচোখ দেখে বললে
আমি নাকি বড় দুঃখী
আমি নাকি বড় দুঃখী।।
এখনও তো আমি জোছনা রাতে
তোমার পথ চেয়ে থাকিনা
বরষার রাতে আনমনা ক্ষণে
বিরহি আমি কথাটি লিখিনা
শুধু গাংচিলের গানে
খুঁজি সেই কথাটির মানে।
এখনো গানে মোহনি মায়া
সেই প্রিয় সুর বেজে ওঠেনা
তোমাকে ভেবে মুগ্ধ মনে
অনুপমা তুমি এই ছবিটি আঁকিনা
শুধু রাখালী বাঁশির গানে
খুঁজি সেই কথাটির মানে।
——————–
সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু
কথাঃ কাজী সালাউদ্দিন সজল
এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)
Leave a Reply