অলস দুপুরে উঠোন জুড়ে
কৃষ্ণচূড়ার ছায়ায়
মন আমার ওগো মন আমার
কোথায় জানি হারায়
কোথায় জানি হারায়।।
অজানা কত গল্প কথায়
দাদুর কাছে শুনে ।।
রূপ কথাআরই রাজ্যে সবই
হারাতাম মনে মনে।
পুরানো সব গানের কথা
ভীর করে মনে ।।
কত দিনের কত ছবি
রয়েছে গাথা প্রাণে।
——————
সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু
কথাঃ শহীদ মোহাম্মদ জঙ্গী
এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)
Leave a Reply