একদিন দুপুর বেলায় কবিতার বইটা মেলে
দেখি লিখেছ তুমি দুফোঁটা চোখেরও জলে ।
এই সুন্দর দিন গুলো যেন হয়না ভুল।।
অভিমানি দুচোখ খুলে আমার কথাটি শোন
তোমাকে কখনো আমি দুঃখ দেবনা জেনো
আমার প্রেমের সাগরে নেইতো নেই কোন কিনারা।
চন্দনের সুবাস মাখা যে ঘাসফুল পেয়েছিলাম
ভালবাসার ছোঁয়াতে সে ফুল তোমাকে দিলাম
আমার প্রেমের সাগরে নেইতো নেই কোন কিনারা।
——————
সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু
কথাঃ ডাঃ আরিফ
এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)
Leave a Reply